টিপ্পনী

খবর:(কার্পাসডাঙ্গার সড়কগুলো দিনদিন হচ্ছে সংকুচিত, বাড়ছে দুর্ঘটনা)

 

দিনে দিনে হচ্ছে ছোট

দেশের সকল রাস্তা,

এই জনগণ কার ওপরে

রাখবে বলুন আস্থা?

 

রাস্তা ঘাটের বেহাল দশা

খবলিয়ে খায় নেতা,

দখল দখল সবই তাদের

জানে না কও কে তা?

 

দোকান বাড়ি করে করে

দখল নিলো তারাই,

কাণ্ড দেখে আমরা সবাই

জ্ঞানের বোঝা হারাই।

 

-আহাদ আলী মোল্লা।