বিমান ও পর্যটনমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সাথে গত শুক্রবার নড়াইলের বাকড়ি গ্রামের পার্টির অফিসে চুয়াডাঙ্গা জেলা যুবমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন-অর রশিদ একান্ত সাক্ষাতে মিলিত হন। তিনি এ সময় চুয়াডাঙ্গা জেলার পার্টির কর্মতৎপরতা তুলে ধরেন। বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলায় একটি পর্যটন কেন্দ্র গরে তোলার জন্য দাবি জানান মামুন-অর রশিদ। জবাবে মন্ত্রী মামুন-আর-রশিদকে আশ্বাস দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের প্রথম রাজধানী চুয়াডাঙ্গার মূল্যায়নের জন্য বিষয়টি বিবেচনা করা হবে। তবে পর্যটন কেন্দ্র স্থাপনের ব্যাপারে জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। চুয়াডাঙ্গা জেলা নেতা মামুন-অর-রশিদ ওইদিন বিকেলে মন্ত্রীর সাথে ওয়ার্কার্স পার্টি আয়োজিত কমরেড অমল সেনের ১১তম স্মরণসভায় যোগদান করেন।