গাংনী প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিনি বিক্রিকারীদের বিরুদ্ধে মেহেরপুর জেলা সদর ও গাংনী উপজেলা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে আলমপুর বাজার ও গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ মুদিদোকানীর নিকট থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আলমপুর বাজারের মুদিদোকানী মসলেম উদ্দীনের ১ হাজার টাকা, গাংনী বাজারের এনামুল ট্রেডার্স থেকে ১ হাজার ৫শ টাকা, মল্লিক ট্রেডার্স থেকে ২ হাজার টাকা ও উর্মি স্টোর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।