স্টাফ রিপোর্টার: খুলানার ফুলতলায় যশোর-খুলনা মহাসড়কে এমএম কলেজের সামনে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ট্রাকচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন- সখিনা বেগম (৫৫) ও তার নাতি রুম্মান মোল্লা (৯)। এ ঘটনায় নিহত সখিনা বেগমের মেয়ে আহত হয়েছেন। ফুলতলা থানার ওসি জানান, ভোর ৬টার দিকে অসুস্থ মেয়ে ও নাতিকে নিয়ে কবিরাজ বাড়ি যাচ্ছিলেন সখিনা বেগম। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা ও তার নাতি নিহত হন। ঘটনার পর তাদের লাশ মহাসড়কে পড়ে থাকে। এ সময় অনেকগুলো গাড়ি তাদের চাপা দেয়। এতে তাদের লাশ ক্ষতবিক্ষত হয়। সকালে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। সখিনা বেগমের মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।