কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে নিজ বাড়িতে নকল সার তৈরিকালে ভ্রাম্যমাণ আদালত র্যাবকে সাথে নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে নকল দস্তা সার, সার তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
জানা গেছে, কোটচাঁদপুর পৌর এলাকার বেনেপাড়ায় মৃত ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত নিজ বসতবাড়িতে সিনজেনটা ও পদ্মা অয়েল কোম্পানির দস্তা সার নকল করে তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফয়সাল ও উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলামকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে নকল দস্তা সার কারখানার মালিক জাহাঙ্গীরসহ নকল সিনজেনটার এক কেজি প্যাকেট গ্রোজিন দস্তা সার ২০ প্যাকেট এবং পদ্মা অয়েল কোম্পানির এক কেজি প্যাকের মুক্তা প্লাস দস্তা সার ২০ প্যাকেটসহ সার তৈরির সরঞ্জামসহ জব্দ করেন। আটক কারখানার মালিক জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।