আলমডাঙ্গা ব্যুরো: প্রতি বছরের মতো এবারও জাকজমক আনুষ্ঠানিকতায় মধ্যদিয়ে আলমডাঙ্গায় ১৬ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ২-০ সেটে মুগ্ধ এন্টারপ্রাইজ পাংশা মালেক প্লাজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
‘মাদকমুক্ত জীবনের জন্য খেলাধুলার বিকল্প নাই’ এ স্লোগানকে সামনে রেখে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০ জানুয়ারি ওই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে গভীর রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব আব্দুল কালাম আজাদ বেল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আসাদুজ্জান আসাদ। বিশেষ অতিথি ছিলেন আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, মীর ইসমাঈল, গোলাম মোক্তাদির বিদ্যুত ও মেহেদি হাসান বাবু। টুনামেন্টটি সার্বিক পরিচালনা করেন মাসুদ রানা তুহিন ও শহিদুল ইসলাম।