চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

 

আহ্বায়ক কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণসভা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম। সাধারণ সভায় বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী এক বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণ সভা শুরু হয় বেলা ২টায়। কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহা. শামসুজ্জোহা সভা পরিচালনা করেন। বক্তৃতা করেন আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ মোল্লা আব্দুর রশিদ (জিপি), পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল আলম রান্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, সুপ্রো- সভাপতি অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট আতিয়ার রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আসলাম উদ্দিন ও অ্যাডভোকেট তসলিম উদ্দিন ফিরোজ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে জেলা আইনজীবী সমিতির গত বছরের ২৯ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে পরাজয়ের নেপথ্য কারণ নিয়ে নানামুখি মন্তব্য প্রকাশ করেন।

নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, ভোটের ফলাফল পর্যালোচনা করে স্পষ্ট হওয়া গেছে, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরাই আওয়ামী আইনজীবী পরিষদের পূর্ণ প্যানেলে ভোট প্রদান করেননি। জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আছেন ৬২ জন। অথচ আইনজীবী সমিতির গত বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের পূর্ণ প্যানেলে ভোট পড়েছে মাত্র ৫২টি। এতে প্রতীয়মান হয় যে, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরাই ভোট দেননি নিজেদের প্যানেলে। আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরাই নির্বাচনে নিজেদের প্রার্থীদের পরাজিত করেছেন।

আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ছাড়াও আওয়ামী আইনজীবী পরিষদের বর্তমান কমিটি নিয়েও বিস্তর আলোচনা হয়। আওয়ামী আইনজীবী পরিষদের বর্তমান যে কমিটি রয়েছে তা আহ্বায়ক কমিটি। এ আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর। তার আগে ২০০১ সালে অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লাকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটি ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে।

গতকালের সভায় পূর্ণাঙ্গ কমিটি হতে পরে- এমন আভাস শোনা যাচ্ছিলো কয়েকদিন ধরে। কিন্তু সদস্যদের আলোচনায় শেষ পর্যন্ত বর্তমান কমিটি বহাল রেখেই শেষ হয় গতকালের সাধারণ সভা।

২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর গঠিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আছেন- আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জোহা ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সদস্যরা হলেন- অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট রফিকুল আলম রান্টু, অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মালেক ও অ্যাডভোকেট তসলিম উদ্দীন ফিরোজ।

গতকালের সাধারণ সভায় জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, বিগত সময়ে সংগঠনকে গতিশীল করার চেষ্টা করেছি। সাধারণ সভায় বেশির ভাগ সদস্য এ কমিটির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করার পক্ষে মত দিয়েছেন। আগামী দিনগুলোতে কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।