মাথাভাঙ্গা মনিটর: নতুন বছর পালন করতে একই সাথে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে ছুটি কাটানোর পর দেশে ফেরার পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন তারা। এমনকি এখন তারা একে অপরের সাথে কথাও বলছেন না। আমেরিকায় ছুটি কাটানোর সময় কিছুটা অসুস্থ হয়ে পরেন ক্যাটরিনা। আর তখন রণবীর একাই তাকে ফেলে মুম্বাই ফিরে আসেন। আর ক্যাট লন্ডন চলে যান পরিবারের কাছে। তবে সেখান থেকে আসার পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন তারা দুজনে। রণবীর এবং ক্যাটরিনা বর্তমানে অনুরাগ বসু পরিচালিত পরবর্তী সিনেমা জাগ্গা জাসুসের শুটিংয়ে ব্যস্ত আছেন। তবে শুটিং চলাকালেও একে অপরের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলছেন না। সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাটির দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছে ফিল্মসিটিতে। এর আগে টিনসেলের বর্তমানের সবচাইতে আলোচিত ওই জুটি রণবীর-ক্যাট সময় পেলেই এক সাথে সময় কাটাতেন। তবে এবার একে অপরের সাথে পারত পক্ষে কথাই বলছেন না। এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাটির শুটিংয়ের প্রথম শিডিউলে রণবীর-ক্যাট সবসময়ই একসাথে থাকতেন। তবে এবার নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছেন তারা। এর তিন-চার দিন আগে রণবীর ক্যাটের ভ্যানে তার সাথে কথা বলেছিলেন। তবে এর পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন। ক্যাটরিনার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, প্রতিটি জুটিরই কখনও কখনও ঝগড়া হয়। রণবীর ক্যাটেরও হয়েছে। আর শুটিংয়ে তারা ব্যক্তিগত জীবনকে কর্মক্ষেত্র থেকে আলাদা রাখতেই বেশী পছন্দ করেন। আর তাই তারা একে অপরকে সময় দিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই টিনসেলে সবচাইতে আলোচিত জুটি হলেন রণবীর-ক্যাট। তাদের শ্রীলঙ্কা ভ্রমণের সৈকতের কিছু ছবি নিয়েও আলোড়ন সৃষ্টি হয়েছিলো গণমাধ্যমে।