স্টাফ রিপোর্টার: সুন্দরবনে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় গুলিতে এক র্যাব সদস্যসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এবিএম হাবিবুর রহমান বলেন, গত রোববার মধ্যরাতে সুন্দরবনে র্যাব অভিযান চালালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওই র্যাব সদস্য। গুলিবিদ্ধ র্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় বলে জানান তিনি। তবে নিরাপত্তার স্বার্থে গুলিবিদ্ধ কারো পরিচয় প্রকাশ করেননি তিনি।