জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে গতকাল সোমবার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আ. লতিফ অমল। এরপর জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে পৃথক পৃথকভাবে সংবর্ধনা দেয়া হয়।