দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জনের বিরুদ্ধে থানায় দায়ের করেছে মামলা। গতকাল সোমবার বিকেলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের মাদারপাড়ায়। পুলিশ মাদারপাড়া থেকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাঙপাড়ার লাল মোহাম্মদ ওরফে লালুর ছেলে মনিরুল ইসলাম মোল্লা (৩০), বাদলের ছেলে আলমগীর হোসেন (২৫) ও দর্শনা শান্তিপাড়ার সোহরাব হোসেনের ছেলে আব্দুল রাজ্জাককে (৪৫)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শান্তিপাড়ার আরশেদ আলীর ছেলে ইসমাইল। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এএসআই জাকির হোসেন বাদী হয়ে গতকাল রাতেই গ্রেফতারকৃত ৩ জনসহ ইসমাইলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা
অপরদিকে দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। দর্শনা বিজিবি কোম্পানি সদরের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা ঈশ্বরচন্দ্রপুর মাঠে। এ সময় বিজিবি মাদক কারবারীদের ধাওয়া করলে ফেনসিডিল ও মদ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ২৬৪ বোতল ফেনসিডিল ও ১৯১ বোতল ভারতীয় থ্রি এক্স রাম মদ।