দর্শনা অফিস: দর্শনায় সাইকেল আরোহী এক বালককে রক্ষা করতে গিয়ে আলমসাধু উল্টে চাপা পড়ে মারাত্মক আহত হয়েছেন আলমসাধুচালক জিয়া।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী দর্শনাপাড়ার বক্তার আলীর ছেলে মুরগি জিয়াউর রহমান ওরফে জিয়া আলমসাধু নিয়ে দর্শনা রেলবাজারের উদ্দেশে পোল্ট্রি মুরগি কেনার জন্য আসছিলেন। দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছুলে বিপরীত দিক থেকে সাইকেল নিয়ে আসা এক বালককে রক্ষা করতে গিয়ে আলমসাধু উল্টে চাপা পড়ে আলমসাধুচালক জিয়া। স্থানীয়রা মারাত্মক আহত জিয়াকে আলমসাধুর নিচ থেকে উদ্ধার করে। তাকে দর্শনার কোনো ক্লিনিকেই ভর্তি করাতে না পেরে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।