টিপ্পনী

 

খবর:(দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে গরুব্যবসায়ী আহত)

 

আর কোরো না গুলির ওপর গুলি

আর ফেলো না লাশের ওপর লাশ

যাচ্ছে উড়ে কতো মাথার খুলি

শেষ হবে না তোদের এ অভ্যাস।

 

রক্ত নিয়ে আর খেলো না হোলি

আর দিয়ে না ফাঁসি হাজত জেল

তোদের হাতে হচ্ছে কতো বলি

আহা মজার রক্ত নেশার খেল।

 

আর দিয়ো না মাদক পাচার করে

হচ্ছে কেবল যুবসমাজ শেষ

মেরো না আর মানুষ ধরে ধরে

দাদা মশাই ভালো থেকো বেশ!

 

Ñআহাদ আলী মোল্লা