স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি কবর থেকে শতাধিক হাতবোমা উদ্ধার করেছে র্যাব। গত রোববার রাতে উপজেলার মহারাজপুর চৌধুরীর মোড় এলাকায় আমবাগানের মধ্যে কবরের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। র্যাবের চাঁপাইনবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুজ্জামান জানান, রাত সাড়ে ১১টার দিকে মহারাজপুর চৌধুরীর মোড় এলাকার একটি আমবাগানে কবরের ভেতর থেকে ১০২টি হাতবোমা উদ্ধার করা হয়। হাতবোমাগুলো ১০টি ব্যাগে করে রাখা ছিলো। সন্ত্রাসীদের কাছে বিক্রির উদ্দেশ্যে রাখা হতে পারে বলে র্যাব ধারণা করছে।