চলতি সপ্তায় উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা তফশিল

 

স্টাফ রিপোর্টার: চলতি সপ্তায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মার্চে মেয়াদ শেষ হওয়া প্রায় ২০০ উপজেলার নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তায়ে বা মার্চের শুরুতে হবে। এ বিষয়ে সোমবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, দু-চার দিনের মধ্যে দ্বিতীয় ধাপের তফশিল হতে পারে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে এ ধাপের ভোটগ্রহণ হবে। এ জন্য চলতি সপ্তায় হয়তো দ্বিতীয় দফায় আরেকটি তফশিল দিতে হবে। তিনি বলেন, আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ইতোমধ্যে অনেকগুলো উপজেলার মেয়াদ শেষ পর্যায়ে চলে এসেছে। ক্রমান্বয়ে নির্বাচন করতে হবে উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ক্রমান্বয়ে আমাদের কয়েক দফায় নির্বাচন করতে হবে। ধারাবাহিক এ উপজেলা নির্বাচন আগামী মে পর্যন্ত গিয়ে শেষ হবে। সহিংসতার বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে আমরা যে আশঙ্কা করেছি সে হিসেবে সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা জোরদার থাকায় স্থগিত আসনের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর সাথে পরামর্শ করে আমরা উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন সেগুলো হলো- পঞ্চগড়ের তেতুলিয়া, বগুড়ার আদমদিঘী, চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর, নাটোরের সদর উপজেলা, সিরাজগঞ্জের তাড়াশ, মেহেরপুরের মুজিবনগর, নেত্রকোনার বারহাট্রা, মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের বোয়ালমারী, গোপালগঞ্জের সদর, বান্দরবানের রুমা, টাংগাইলের সখিপুর, জামালপুরের ইসলামপুর, ঢাকার সাভার, ফেনীর পরশুরাম, নোয়াখালীর চাটখিল, কক্সবাজারের মহেশখালী, নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের হাতীবান্ধা, গাইবান্ধার পলাশবাড়ী, জয়পুরহাটের কালাই, বগুড়ার কাহালু, কুষ্টিয়ার খোকসা ও মিরপুর, মাগুরার শালিখা, নেত্রকোনার খালিয়াজুরী, ঢাকার কেরানীগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া, চাঁদপুরের সদর ও ফরিদগঞ্জ, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া, বান্দরবানের রোয়াংছড়ি, দিনাজপুরের চিরিরবন্দর ও ঘোড়াঘাট, নঁওগার পত্নীতলা ও লালপুর, নাটোরের লালপুর, পাবনার চাটমোহর, খুলনার ডুমুরিয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের মতলব, চট্টগ্রামের পটিয়া, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, রাঙামাটির ননিয়ারচর, ঠাকুরগাঁওয়ের রানীশংকইল, দিনাজপুরের বীরগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম, কুড়িগ্রামের রাজারহাট, নঁওগার সদর, রাজশাহীর বাঘা, পাবনার ভাঙ্গুড়া, সাতক্ষীরার শ্যামনগর, পিরোজপুরের কাউখালী, নেত্রকোনার পূর্বধলা, মানিকগঞ্জের সদর, মুন্সীগঞ্জের সদর, হবিগঞ্জের চুনারুঘাট, ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল, নোয়াখালীর সদর ও কবিরহাট, জয়পুরহাটের ক্ষেতলাল, মেহেরপুরের গাংনী, যশোরের বাঘারপাড়া, বরিশালের সদর, জামালপুরের বকশিগঞ্জ, ফরিদপুরের সালথা, সিলেটের বালাগঞ্জ, কুমিল্লার দেবীদ্বার, চাঁদপুরের হাইমচর, চট্টগ্রামের লোহাগাড়া, যশোরের শার্শা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা, রংপুরের বদরগঞ্জ, নাটোরের গুরুদাসপুর, কুষ্টিয়ার কুমারখালী, মুন্সীগঞ্জের শ্রীনগর, রাঙ্গামাটির কাপ্তাই, দিনাজপুরের বিরামপুর, কুড়িগ্রামের নগেশ্বরী, যশোরের ঝিকরগাছা, ভোলার বোরহানউদ্দিন, জামালপুরের মেলান্দহ, শেরপুরের ঝিনাইগাতি, ময়মনসিংহের ভালুকা, মাদারীপুরের শিবচর, কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম, চাঁদপুরের মতলব, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বান্দরবানের লামা, লালমনিরহাটের সদর, কুড়িগ্রামের রাজিবপুর, নওগাঁর বদলগাছি, নাটোরের বাগাতিপাড়া, যশোরের চৌগাছা, বাগেরহাটের ফকিরহাট, ভোলার চরফ্যাশন, পিরোজপুরের নাজিরপুর, নেত্রকোনার কলমাকান্দা, ফরিদপুরের নগরকান্দা, সুনামগঞ্জের সুনামগঞ্জ সদর, ফেনীর ফেনী সদর, জয়পুরহাটের সদর, বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, নওগাঁর আত্রাই, সাপাহার, ঝিনাইদহের মহেশপুর, মাগুরার মোহাম্মদপুর, মাদারীপুরের রাজৈর, বান্দরবানের থানছি, বাগেরহাটের কচুয়া, ময়মনসিংহের সদর, সুনামগঞ্জের দিরাই, নোয়াখালীর সোনাইমুড়ি, ঠাকুরগাঁওয়ের হরিপুর, চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট, নওগাঁর মান্দা, জামালপুরের দেওয়ানগঞ্জ, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, নেত্রকোনার সদর, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের চন্দনাইশ, বান্দরবানের বান্দরবান সদর, জয়পুরহাটের আক্কেলপুর, রাজশাহীর গোদাগাড়ী, বাগেরহাটের মোড়েলগঞ্জ, টাংগাইলের ধনবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর, নেত্রকোনার মোহনগঞ্জ, ফরিদপুরের আলফাডাংগা ও সদরপুর, শরীয়তপুরের নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, চট্টগ্রামের সীতাকুন্ড, দিনাজপুরের সদর, নবাবগঞ্জ, গাইবান্ধার সদর, চাঁপাই নবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ, নড়াইলের লোহাগড়া, সাতক্ষীরার কালিগঞ্জ, বরিশালের মুলাদী, টাংগাইলের দেলদুয়ার, ময়মনসিংহের মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, ফরিদপুরের চরভদ্রাসন ও সদর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, লক্ষ্মীপুরের কমলনগর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের সদর, চিলমারী ও রৌমারী, নওগাঁর পোরশা, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, যশোরের মনিরামপুর, বাগেরহাটের সদর, মোংলা ও শরণখোলা, বরিশালের হিজলা ও বাবুগঞ্জ, শেপুরের শ্রীবদী, কিশোরগঞ্জের কুলিয়ারচর, গাজীপুরে শ্রীপুর, ফরিদপুরের ভাংগা, সিলেটের দু. সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, চাঁদপুরের কচুয়া, রাঙ্গামাটির বরকল ও বাঘাইছড়ি, নওগাঁর ধামুইরহাট, খুলনার পাইকগাছা, ভোলার সদর, পিরোজপুরের নেছারাবাদ, ফরিদপুরের মধুখালী, চাঁদপুরের হাজীগঞ্জ, বান্দরবানের আলীকদম, চুয়াডাঙ্গার দামুড়হুদা, শরীয়তপুরের সদর, রাঙ্গামাটির কাউখালী, গাইবান্ধার সাদুল্যাপুর, কিশোরগঞ্জের সদর ও হোসেনপুর এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়া। রোববার ঘোষিত তফশিল অনুযায়ী ১ম ধাপের ১০২টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন হবে।