গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব বাজারসহ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে অভিযানের শুরুতেই গাড়াডোব বাজারের মেহেদী হোটেলে অভিযান চালায়। নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কোমল পানিয় বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত হয় মেহেদী হোটেল। মালিক হামিদুর রহমান বিসুর কাছ থেকে দু হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও কয়েকটি মুদি ও হার্ডওয়ার দোকানে অভিযান চালিয়ে আরো চার হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।