ঝিনাইদহ অফিস: সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহরে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে গণজাগরণ মঞ্চ ঝিনাইদহ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার দিকে সরকারি কেসি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। গণজাগরণ মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক অমিয় মজুমদার অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অনিম আহম্মেদ সোহান, রাসেল আহম্মেদ জনি, রুবেল খান, দেবাশীষ অধিকারী মানিক ও অমিত শাহারিয়ার। সমাবেশে বক্তারা গণজাগরণ মঞ্চের রোড মার্চের গাড়িবহরে হামলাকারী জামাত-শিবির নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তারা।