কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর শহরে রাতে দু বাড়িতে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, গত রোববার পৌরসভার ৩নং বাজারপাড়ার স্বাস্থ্য বিভাগে চাকরিজীবী মধুর বাড়ির রান্নাঘরের গ্রিল ভেঙে ৫/৬ ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে গৃহকর্তাসহ বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ২২ ভরি সোনার গয়নাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়। গৃহকর্তা মধু জানান, কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের গয়না তার বাড়িতে ছিলো। এ বাড়িতে ডাকাতির আগে পার্শ্ববর্তী ২নং ওয়ার্ডের সার ব্যবসায়ী মতিয়ার রহমানের বাড়িতে ডাকাতরা গ্রিল ভেঙে প্রবেশ করে সোনার চেন ও ল্যাপটপসহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।