কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার জনবহুল এলাকা কার্পাসডাঙ্গায় প্রধান সড়কসহ অন্যান্য সড়কগুলো দিনদিন সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। দামুড়হুদা কার্পাসডাঙ্গার মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর সড়ক চলে গেছে। যে কারণে প্রায় প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহনযোগে মুজিবনগর স্মৃতিসৌধে যান দর্শনার্থীরা। তাছাড়া বাজারের রাস্তার পাশে দোকানপাট গড়ে ওঠার কারণে দিনদিন সংকুচিত হয়ে পড়েছে রাস্তাটি। যার জন্য প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় থেকে গোরস্থান মোড় পর্যন্ত এ সড়কটি সম্প্রসারিত করার জন্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।