স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ুন কবীরের বিরুদ্ধে আনীত অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে সতর্ক করে দেয়া হয়েছে। এ আদেশ সংবলিত একটি ফ্যাক্সবার্তা গত সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত এ ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার দাখিলকৃত জবাবের প্রেক্ষিতে ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়েছে। ফলে যেহেতু নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সেহেতু ভবিষ্যতে এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হলো এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের দায় থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। আদেশের কপি উপজেলা চেয়ারম্যান এবং অনুলিপি জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে।
গত বছরের ৭ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।