আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার দুটি লাইব্রেরিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রি নিষিদ্ধ প্রায় ৪০ হাজার টাকা মূল্যের নোট ও গাইড বই জব্দ করা হয়। অভিযুক্ত দু বিক্রেতাকে দু হাজার টাকা জরিমানা করেন আদালত।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি শহরের ঢাকা লাইব্রেরি ও আদর্শ লাইব্রেরিতে বিক্রি নিষিদ্ধ নোট ও গাইড বই বিক্রির অভিযোগে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া লাইব্রেরি ২টি থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৮৩টি বিক্রি নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়।