স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গতরাত ১১টার দিকে আলমডাঙ্গার স্টেশনপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান। আজ মঙ্গলবার বাদ জোহর আলমডাঙ্গার চিলাভালকি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আলমডাঙ্গা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া জোয়ার্দ্দার আলমডাঙ্গায় বাড়ি করে বসবাস করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দু ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিকসূত্রে জানা গেছে, আর কয়েক মাস পরেই তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করতেন।