মেহেরপুর অফিস: মেহেরপুর রাইপুর জাগরণী চক্রের উদ্যোগে রাইপুরমাঠে অনুষ্ঠিত রাইপুর প্রিমিয়ার লিগে গাংনী উপজেলার গাড়াডোব একাদশ ৫ উইকেটে জয়লাভ করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলার গোভীপুর একাদশ ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮২ রান সংগ্রহ করে। গাড়াডোবের ফরহাদ ১টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে গাড়াডোব ১১ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ফরহাদ সর্বোচ্চ ৩২ রান করে। ফরহাদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।