মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গ্রেফতার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মেহেরপুর ইসলামী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তিনি মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মো. ছমিরউদ্দিনের বড় ছেলে। সরকার পতন আন্দোলনের নামে বিভিন্ন সড়কে সরকারি গাছ কাটা, পুলিশের ওপর হামলা, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে তার নামে ৮/৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হরতাল-অবরোধের সময় পুলিশের ওপর হামলা, সড়কের পাশে সরকারি গাছ কাটা, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনায় পুলিশের দায়ের করা মামলার অন্যতম আসামি হিসেবে তারিক মহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।