মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশ মোয়াজ্জেম হোসেন (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালী এলাকায় হেরোইন বিক্রিকালে তাকে হাতেনাতে গ্রেফতার করেন এসআই ওলিউর রহমান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওলিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। শনিবার রাতেই মোয়াজ্জেম হোসেনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।