মাথাভাঙ্গা মনিটর: নামকরা অভিনয় শিল্পীদের সাথে সময় না মেলার কারণেই নবাগতদের নিয়ে কাজ করার পক্ষপাতী সালমান খান। নতুন প্রতিভাকেও সামনে তুলে আনতে চান তিনি। সালমান মনে করেন কারও না কারও হাত ধরেই নতুনরা আত্মপ্রকাশ করে। আর তাই নিজেই তাদের সাহায্য করতে পছন্দ করেন সালমান। সালমান বলেন, বর্তমানে খ্যাতনামা শিল্পীদের কাজের চাপ বেশি। তাদের সাথে সময় মেলানো সম্ভব হয় না। আর নবাগতদের জন্যও কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। একসময় আমারও সাহায্যের প্রয়োজন হয়েছিলো। সালমান জানান, আত্মবিশ্বাসী যারা, তাদেরই কাজের সুযোগ দেবেন তিনি। মুক্তিপ্রতীক্ষিত জয় হো সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা ডেইজি সাহা। ডেইজি সাহা শুরুতে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও কাজ করেছেন কিছুদিন। এরপর সহকারী কোরিওগ্রাফার হিসেবে কিছুদিন কাজ করার পর দক্ষিণে কিছু সিনেমায় অভিনয় করেছেন। সালমান ডেইজি সম্পর্কে বলেন, টিনসেলে কাজ করার সব ধরনের গুণ রয়েছে ডেইজির। কিছু মডেল আছেন যারা অভিনয় করতে চান কিন্তু হিন্দিতে ঠিকমতো কথাও বলতে পারেন না। ডেইজি খুব ভালো ডান্সার তার অভিনয়ও অসাধারণ। সালমান মনে করেন, বিগ বস শোর প্রতিযোগী আজাজ খান, সন্তোষ শুকলা বা তার মতো মানুষরা বলিউডে কাজ করতে পারেন। সালমানের মতে যারা অভিনয় ভালোবাসেন তাদেরই বলিউডে কাজ করার সুযোগ পাওয়া উচিত। সালমান অভিনীত জয় হো সিনেমা ২৪ জানুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।