দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে বিএসএফ’র গুলি ও বোমা নিক্ষেপে সালাউদ্দিন সেতু (৩০) নামের এক বাংলাদেশি গরুব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ মেন পিলার এলাকা দিয়ে ৪/৫ জন গরুব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ভারতে প্রবেশ করে। এ সময় তাদেরকে লক্ষ্য করে ভারতের চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের মহাখালী ক্যাম্পের টহলরত বিএসএফ গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে মুন্সিপুর স্কুলপাড়ার শওকত আলীর ছেলে সালাউদ্দিন সেতু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় অপর গরুব্যবসায়ীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ সেতু বিজিবির ভয়ে বর্তমানে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, আমি ঘটনাটি শোনার সাথে সাথে আহত সেতু বাড়ি বিজিবি সদস্যদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে ওই ঘটনা অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে সেতু ২ দিন আগে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছে।