স্টাফ রিপোর্টার: দামুড়হুদা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের আমির আশাদুল হক ও সেক্রেটারি ডা. আশরাফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোক্তারপুর মোল্লাবাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা মোক্তারপুর গ্রামের মৃত মওলা ঢালীর ছেলে ওয়ার্ড জামায়াতের আমির আশাদুল হক (৪২) ও নজির আহম্মদের ছেলে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ডা. আশরাফুল ওরফে আশাবুল (৩৫) গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোক্তারপর মোল্লাবাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ওষুধ ফার্মেসির সামনে বসেছিলো। এ সময় মোক্তারপুর গ্রামের হাসান মেম্বারের ভাই হোসেন ও স্থানীয় যুবলীগ কর্মীরা পেছন দিক থেকে বাটাম দিয়ে আচমকা পেটাতে থাকে। স্থানীয় লোকজনের সহায়তায় দু জামায়াত নেতা তাৎক্ষণিক এলাকা ত্যাগ করে পালিয়ে আত্মগোপন করেন। এ ঘটনায় দু জামায়াত নেতাই রক্তাক্ত জখম হন। স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, যারা দু জামায়াত নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারাই আবার থানায় গিয়ে উল্টো অভিযোগ করে এসছে। তাই পুলিশের হয়রানির ভয়ে দু জামায়াত নেতা হয়তো আত্মগোপন করে চিকিৎসা নিচ্ছে।