টিপ্পনী

 

খবর:(৭ হাড়ি সোনার মোহরের লোভে প্রায় সাড়ে ৩ লাখ টাকা গচ্চা)

 

জিন-পরীদের বাদশা তিনি

মাঝরাতে হাঁক ছাড়েন,

কায়দা করে পরের ঘরের

সোনাদানা কাড়েন।

 

নেন বাগিয়ে পয়সাকড়ি

এদিক ওদিক ছোটেন,

হাসিল হলে স্বার্থ জিনের

লেজ গুটিয়ে ফোটেন।

 

লোকের টাকা মেরে মেরে

টাকার পাহাড় গড়েন,

অবশেষে মানুষরূপী

বাদশা ধরা পড়েন।

 

-আহাদ আলী মোল্লা

খবর:(৭ হাড়ি সোনার মোহরের লোভে প্রায় সাড়ে ৩ লাখ টাকা গচ্চা)

 

জিন-পরীদের বাদশা তিনি

মাঝরাতে হাঁক ছাড়েন,

কায়দা করে পরের ঘরের

সোনাদানা কাড়েন।

 

নেন বাগিয়ে পয়সাকড়ি

এদিক ওদিক ছোটেন,

হাসিল হলে স্বার্থ জিনের

লেজ গুটিয়ে ফোটেন।

 

লোকের টাকা মেরে মেরে

টাকার পাহাড় গড়েন,

অবশেষে মানুষরূপী

বাদশা ধরা পড়েন।

 

-আহাদ আলী মোল্লা