জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে মদসহ দু মহিলাকে গ্রেফতার করা করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ইসলামপুর সড়কে পুলিশ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী তসলিমা খাতুন (৩০) ও শেলিনা বেগমকে (৩৫) গ্রেফতার করে।
থানা সূত্র জানায়, উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী তসলিমা খাতুন ও একই গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী শেলিনা বেগম নতুনপাড়া সীমান্ত থেকে মদ নিয়ে জীবননগর শহরের উদ্দেশে রওনা হয়। এ সময় জীবননগর থানার এসআই অচিন্ত্য কুমার দাস জীবননগর-চ্যাংখালী সড়কের ইসলামপুরে মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে চার বোতল মদসহ আটক করেন। আটককৃতদের গতকালই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।