গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুরে মাথাভাঙ্গা নদীতে ড্রেজিং দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী স্বপন হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে ড্রেজিঙের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাজিপুর ব্রিজের অদূরে পশ্চিম দিকে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন করছিলেন কাজিপুর গ্রামের মহসিন আলীর ছেলে স্বপন। প্রতিদিনই ১০/১৫ ট্রাক বালু বিক্রি হচ্ছিলো। নদীপাড়ের বাসিন্দাদের আবাসভূমি ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ শুরু হয়। তারপরও বালু উত্তোলন বন্ধ করেননি স্বপন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম গতকাল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি রক্ষা আইন ২০০৯ এর ১৫ ধারায় দোষি সাব্যস্ত করে স্বপনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সন্ধ্যায় জরিমানার অর্থ পরিশোধ করেন স্বপন। বালু উত্তোলনের মধ্যদিয়ে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।