কোটচাঁদপুর প্রতিনিধি: প্রধান শিক্ষকের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল রোববার দুপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ শহরের মেন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও থানা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি প্রভাষক শফিকুল ইসলাম ও মহিদুল ইসলামসহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে বুধবার কাগমারী স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসের ওপর হামলা করে। ওই সন্ত্রাসী হামলা গোটা শিক্ষক সমাজের ওপর হামলা বলে আমরা মনে করি। এ ঘটনায় আমরা মর্মাহত, অপমানিত ও বিক্ষুব্ধ। এটি সংখ্যালঘুদের ওপর হামলারই একটি অংশ। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর আলিয়া মাদরাসার অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাবদালপুর মাদরাসাসুপার জাকির হোসেন ও পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।