মাথাভাঙ্গা মনিটর: হোয়াইট হাউজে ইট বিফর ইউ কাম পার্টি দিয়েছে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বারাক ওবামা। আমন্ত্রিতদের জানানো হয়েছে, হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে আসার পোশাক নয়, আরামদায়ক জুতা পরে এবং নাচের অনুশীলন সেরে আসবেন। ফার্স্ট লেডি মিশেল ওবামার ৫০ বছরে পা দেয়া উপলক্ষে স্ক্রাকস অ্যান্ড সিপস এবং ড্যান্সিং অ্যান্ড ডিজার্ট পার্টি এভাবেই ই-মেইল বার্তায় আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ২১ বছরের সঙ্গীনির হাত ধরে ওবামা নাচলেও মিশেরের সাথে তার বিচ্ছেদের সুর বেজে উঠেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ওবামার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার পর মিশেলের সাথে ছাড়াছাড়ি হবে তার। ওবামা চলে যাবেন নিজের শৈশব-কৈশোরের শহর হাওয়াইয়ে, আর মিশেল থাকবেন ওয়াশিংটনে। দু মেয়েকে ওয়াশিংটনে পড়াশোনা করাবেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে আদর্শ দম্পতি হিসেবে বিবেচিত ওবামা-মিশলের মধ্যে ফাটলটা বেড়েছে। নেলসন ম্যাণ্ডেলার প্রতি শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে তার ইঙ্গিত পাওয়া গেছে। ওবামা যখন ডেনিস প্রধানমন্ত্রী হেলে থরনিং শিমিড ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে মোবাইলে ছবি তোলার সময় হাসিতে ফেটে পড়ছেন তখন গোমড়া মুখে আছে মিশেল।