মেহেরপুর আশরাফপুর ভলিবলের ফাইনালে গোলাপ দল চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর অ্যাম্বিশান এডুকেশন সেন্টারের আয়োজনে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে সপ্তাব্যাপি অনুষ্ঠিত ভলিবলের ফাইনালে আশরাফপুর গোলাপ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশরাফপুর গোলাপ দল ২-১ সেটে আশরাফপুর শাপলা দলকে পরাজিত করে। খেলা শেষে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়ক রোকনুজ্জামানের হাতে ট্রপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হুসাইন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন, সহকারী শিক্ষক রুহুল আমীন, আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াস নবী, সমাজসেবক শাহাবুদ্দিন প্রমুখ।