মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে আশরাফপুর জনকল্যাণ ক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা তৌফিক আলী। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম ও অ্যাড. কাজী শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন, মীর ফারুক হোসেন, মফিজুর রহমান, বারিকুল ইসলাম লিজন, তৌহিদুল ইসলাম তৌহিদ, কুদরত-ই খুদা রুবেল, জুলফিকার, আনন্দ প্রমুখ। এর আগে আশরাফপুর গ্রাম আওয়ামী লীগের পক্ষ থেকে প্রফেসর ফরহাদ হোসেন দোদুলের হাতে ফুলের তোড়া এবং নৌকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত সকলকে নব নির্বাচিত সংসদ সদস্য মিষ্টি মুখ করান।