মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের গৌরিনগর রাফিউল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় শিবপুর যুব সংঘ জয়লাভ করেছে। গতকাল শনিবার গৌরিনগর ফুটবলমাঠে শিবপুর যুব সংঘ এ খেলায় রাধাকান্তপুর একাদশকে ২৫ রানে পরাজিত করে। শিবপুর যুব সংঘ টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে।
জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১২০ রানে গুটিয়ে যায় রাধাকান্তপুর একাদশ ক্লাবের ইনিংস। বিজয়ী দলের হারুন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।