ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নবী নেওয়াজকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাবাসীর পক্ষ থেকে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোটচাঁদপুর শহরের পায়রা চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য নবী নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা জানায় কোর্টচাঁদপুর ও মহেশপুর উপজেলাবাসী। এ সময় তিনি স্থানীয় স্মৃতিসৌধে শহীদ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মহেশপুর শহরের স্বাধীনতা প্রজন্ম চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী এমপিকে বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ ও এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি নবী নেওয়াজ বলেন, যে কেউ দুর্নীতি করুক না কেন তা কঠোর হস্তে দমন করা হবে। আমরা মানুষকে ভালোবাসলে মানুষ আমাদের ভালোবাসবে। এ দুইয়ের সমন্বয় থাকলেই উন্নয়ন সম্ভব। আর বর্তমান সরকার উন্নয়নের জন্যই কাজ করবে। তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে।