চুয়াডাঙ্গায় ব্যতিক্রম ধর্মী চল্লিশোর্ধ্ব বয়সীদের নিয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন : রাজবাড়ী জেলা দলের শুভসূচনা

 

ক্রীড়া প্রতিবেদক: প্রচণ্ড শীতে যখন চুয়াডাঙ্গাবাসীর নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। সে অবস্থায় চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শুরু হলো চল্লিশোর্ধ্ব বয়সী খেলোয়াড়দের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ৫ জেলার ১৬টি দ্বৈত জুটি নিয়ে জমজমাট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন চুয়াডাঙ্গার ব্যাডমিন্টন প্রেমীদের বাড়তি আনন্দই জুগিয়েছে। এ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার রশীদুল হাসান ও সদ্য মালয়েশিয়া-সিংগাপুর ফেরত চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের উপস্থিতি। পৌর মেয়রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমী এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, খেলাধুলা শরীর মনকে সুস্থ সবল রাখে। এছাড়া মাদককে না বলে খেলাধুলার দিকে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা লাভ করবো সুন্দর সমাজ ব্যবস্থা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুদ, ওসি ডিবি কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর, ডা. আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম সেলিম ও জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। উদ্বোধনী খেলায় রাজবাড়ী জেলা দলের পেস্তা-বাবু জুটি ২-১ সেটে চুয়াডাঙ্গার হাবলু-প্রিতিশ জুটিকে পরাজিত করে শুভসূচনা করে। চুয়াডাঙ্গা রাজধানী গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী হামিদুর রহমান সন্টুর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতীব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান, মনিরুজ্জামান মনি, মাহাবুবুর রহমান মিন্টু, ডিমেল, রাসেল, শামীম, তুহিন, অ্যাড. তালিম, সালাউদ্দীন, হাসান, হাপু প্রমুখ।