স্টাফ রিপোর্টার: বাড়ি থেকে টাকা চুরি করে প্রতিবেশী এক যুবকের সাথে বেড়াতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশু খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা ঘুরে বাড়ি ফেরার সময় ওই শিশু টাকা ফেরত চাওয়ায় সঙ্গী যুবক তাকে হত্যা করে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান। নিহত জাহিদ হাসান (১০) গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামের আবু হানজেলা ওরফে লাইজুর ছেলে। গত শুক্রবার সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ফুল গার্ডেন হোটেলের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক যুবক পারভেজ হোসেনকে (২২) গ্রেফতার করা হয়েছে বলে ওসি জাহিদুল জানিয়েছেন। পারভেজ কাঁঠালবাড়ি গ্রামেরই নূর হোসেনের ছেলে। ওসি জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলো জাহিদ। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একই দিন পারভেজও বাড়ি থেকে উধাও হয়। এ কারণে জাহিদের নিখোঁজ হওয়ার পেছনে পারভেজের হাত রয়েছে বলে সন্দেহ করে তার পরিবার।