কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে যৌথবাহিনীর অভিযানকালে পুলিশের এক কনস্টেবল অসাবধানতাবশত নিজের শর্টগানের গুলিতে নিজেই আহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলকে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। নির্বাচনী সহিংসতার আসামি ধরতে গতকাল শনিবার দুপুরে যৌথবাহিনী উপজেলার হরিন্দিয়া ও পার্শ্ববর্তী মামুনশিয়া গ্রামে অভিযানে নামে। এ সময় যৌথবাহিনীর সাথে ছিলেন- ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম।
কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী জানান, মামুনশিয়া গ্রামে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে কোটচাঁদপুর সার্কেলের এএসপি জাহিদ হাসানের বডিগার্ড রিপন হোসেনের (কং-নং-১০৮৬) শর্টগান থেকে এক রাউন্ড গুলি তার উরুতে লেগে তিনি জখম হন। ঘটনার পরই যৌথবাহিনী আহত পুলিশ কনস্টেবলকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসে। এ অভিযানে আসামি গ্রেফতারের ব্যাপারে পুলিশ তাৎক্ষণিক কোনো তথ্য না দিলেও গ্রামবাসীর সূত্রে জানা গেছে, মামুনশিয়া গ্রাম থেকে বাবুল ক্বারী ও ফারুক নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।