স্টাফ রিপোর্টার; কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় জিয়ারুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক মিলন (২০) আহত হয়েছেন। গত শুক্রবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বলিদাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেহেরপুরগামী ট্রাক (মেহেরপুর-ট-১৯) পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নূরুদ্দিনের ছেলে মিলন ও মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে জিয়ারুলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ কাতলামারী গ্রামের ঘাতক ট্রাকসহ চালক সুজনকে (৩০) আটক করেছে।