স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হলো এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি যুগ্মসম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা, জেলা জাসদের সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আল-আমিন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শাহার আলীসহ শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজ। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র কেক কেটে সকলকে মিষ্টি মুখ করান। এর আগে সকাল ১০টায় দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ক্যাবল অপারেটরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। পরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বর্ষপূর্তির কেক কাটেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল মাবুদের সভাপতিত্বে আলোচনাসভায় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার, এনটিভি ও দৈনিক যুগান্তরের মিজানুর রহমান, এশিয়ান টিভি ও দি ইন্ডিপেনডেন্টের আহমেদ নাসিম আনসারী, দৈনিক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, নিউএজ’র দেলোয়ার কবীর, আজকালের খবরের এম রবিউল ইসলাম, অর্থনীতি প্রতিদিনের কেএম সালেহ, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, এসএটিভির ফয়সাল আহমেদ, সময়টিভির শাহনেওয়াজ খান সুমন, বাংলাদেশ প্রতিদিনের শেখ রুহুল আমিন, সাংবাদিক মোস্তফা কামাল, সাজ্জাদ আহমেদ, কাজী আলী আহমেদ লিকু, মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এশিয়ান টিভির সমৃদ্ধি কামনা করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, এশিয়ান টিভির প্রথম জন্মদিন পালনে মেহেরপুরে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা এগারটার দিকে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক-উল আলম। বক্তব্য রাখেন- এশিয়ান টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ইউনিটি সম্পাদক ফারুক হোসেন, আরটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান, আন্দোলনের বাজার প্রতিনিধি মেহের আমজাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজিবুল হক সুমন, এসএটিভির ফজলুল হক, বিজয় টেলিভিশনের প্রতিনিধি রেজা আহম্মেদ, এনটিভির প্রতিনিধি রেজ আন-উল বাসার তাপস, চ্যানেল২৪ প্রতিনিধি রাজিম আহসান, ৭১’ টেলিভিশনের প্রতিনিধি আসিফ ইকবাল, সংগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান, মেহেরপুর নিউজ ২৪ ডটকম’র চিফ রিপোর্টার তানভির আহম্মেদ ও হামিদুর রহমান কাজল প্রমুখ।