স্টাফ রিপোর্টার: যেখানে স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন। কী করে থাকতেন এক ঘরে। চরমভাবে নিজেকে আটকে রাখতে কী করে পেরেছিলেন। এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। যার উত্তর খোদ পরিবারই বলতে পারেননি। গেলো বছর তিনেক আগে চুরি করে কৌশলে তোলা একটি ছবি আনন্দবাজার ছাপলে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। যার জনপ্রিয়তা, দর্শক ক্রেজ, মিডিয়ার চাহিদা উপচে পড়া। ঠিক সে সময় নিজেকে ঢেকে রাখার মতো এমনভাবেই। এই সেই বাড়ি, যার এপার্টমেন্টে একান্তে দুটি ঘরে আড়াল করে রাখতেন নিজেকে। সবকিছু থেকে।