মোমিনপুরের রিমনকে মাঠ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর গ্রামের তসবির আহম্মেদ রিমনকে গতরাতে মাঠ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়ে স্থানীয় একাধিকসূত্র বলেছে, তাকে অপহরণের পর মাঠে ফেলে রাখা হয়। গতরাতে রাস্তা থেকে তাকে অপহরণ করা হয় বলেও জানিয়েছে একই সূত্র। তবে রিমনের পরিবারের তরফে তেমন কোনো তথ্য দেয়া হয়নি। বলা হয়েছে, বিষয়টি বিস্তারিত সকাল জানানো হবে। রিমন মোমিনপুরের মৃত আছির উদ্দীন মাস্টারের ছেলে। তাকে কোথা থেকে কেন কীভাবে অপহরণ করা হয় তাও গতরাতে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।