মেহেরপুর রিপন স্মৃতি ক্রিকেটে ইমন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর ঘাটপাড়া ক্রীড়াচক্রের উদ্যোগে মেহেরপুর বোসপাড়া মাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি ক্রিকেটে মেহেরপুর ইমন স্মৃতি সংঘ ৮ উইকেটে ফ্রেন্ডস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল শুক্রবার মেহেরপুর বোসপাড়া মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ফ্রেন্ডস একাদশ নির্ধারিত ১৪ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭২ রান করে। দলের পক্ষে আলী সর্বোচ্চ ১৭ রান করেন। ইমন স্মৃতি সংঘের অনিমেষ ৪টি ও রাজন ২টি উইকেট লাভ করে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মেহেরপুর ইমন স্মৃতি সংঘ ১১ ওভারে মাত্র ২টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইমন স্মৃতি সংঘের সোহেল ২৮ ও অনিমেষ ২১ রান করেন। খেলায় বিজয়ী দলের অনিমেষ ম্যান অব দ্য ম্যাচ ও সোহেল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।

খেলা শেষে ঘাটপাড়া ক্রীড়াচক্রের সভাপতি ফারুক হোসেন বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জাহিদ হোসেন ও সুমন ছিলেন।