মুজিবনগরে রাফিউল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোভিপুর একাদশ জয়ী

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের গৌরিনগর রাফিউল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় গোভিপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে। গতকাল শুক্রবারের গোভিপুর ভৈরব ক্লাব এ খেলায় দারিয়াপুর একাদশকে ৮০ রানে পরাজিত করে। গোভিপুর ভৈরব  ক্লাব টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৯টি উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে।

জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৫৫ রানে গুটিয়ে যায় দারিয়াপুর একাদশ ক্লাবের ইনিংস। বিজয়ী দলের জজ সর্বোচ্চ ৫টি উইকেট এবং সাদ্দাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নেয়।