মহেশপুরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ মাদকব্যবসায়ী মিজানুরকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ বাসস্ট্যান্ড তরকারি হাটে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, তরকারি ব্যবসায়ী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক মালামালের ভেতর লুকিয়ে রেখে ফেনসিডিল বেচাকেনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিজানুরের ব্যবসায়িক মালামাল তল্লাশি করে ৪ বোতল ফেনসিডিল পায়। এ সময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে জলিলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।