দামুড়হুদা পাটাচোরায় গোলাম রহমান স্মৃতি ক্রিকেটে কুড়ুলগাছি একাদশ চাম্পিয়ন

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ৩৪ রানে উত্তর চাঁদপুর একাদশকে পরাজিত করে কুড়ুলগাছি একাদশ চাম্পিয়ন হয়েছে। গতকাল স্থানীয় স্কুলমাঠে টসজিতে কুড়ুলগাছি একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উত্তর চাঁদপুর একাদশ ১৫ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। বিজয়ী দলের মুকছেদ ৩৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক তাহের উদ্দীন, রেজাউল ইসলাম, আছির উদ্দিন, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলাটি পরিচালনা করেন ইব্রাহিম খলিল ও জাকির হোসেন।