দামুড়হুদার দুলালনগর এলাকায় পরপর ৮টি বোমা বিস্ফোরণের শব্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরপর  ৮টি বোমার  বিস্ফোরণ , পুলিশ বলছে ঘটনা আমাদের থানার অর্ন্তগত নয়। চুয়াডাঙ্গার দামুড়হুদার দুলালনগরে দুর্বৃত্তরা আটটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের দুলালনগর গ্রামে দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় তারা পরপর আটটি বোমার বিস্ফোরণ ঘটায়। দুলালনগর ক্যাম্পের এএসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ বিস্ফোরণ হয়েছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আওতাধীন গোপালপুর গ্রামে। একই কথা জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব।