টিপ্পনী

খবর:(স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে বাধা দেয়ায় ভোগাইলের একজনকে মারধর)

 

লোকের বিবির সাথে কেন

করছো পিরিত খেলা,

শেষ বিকেলে কাঁদতে হবে

বুঝবে মজার ঠেলা।

 

গোঁজের গোড়ায় পড়োনিতো

শোওনি বেড়ার ঘরে,

জানো না তাই চরম ভয়ে

বুকটা কেমন করে।

 

ঘুঘু পাখি খুব দেখেছো

চেনো তার ফাঁদ,

পরের কদু বেজায় মধু

আর চেটো না স্বাদ।

-আহাদ আলী মোল্লা